মহিলাদের আত্মনির্ভরতা ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে সাব্রুমে সচেতনতা শিবির
সাব্রুম (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : স্বরোজগারের মাধ্যমে সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা —এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত পি এম শ্রী ছোটখিল এস বি স্কুলে অনুষ্ঠিত হল এক অনুপ্রেরণামূলক নারী সচেতনতা শিবির। উদ্যোক্ত
সচেতনতা কর্মসূচি সাব্রুমে


সাব্রুম (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : স্বরোজগারের মাধ্যমে সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা —এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত পি এম শ্রী ছোটখিল এস বি স্কুলে অনুষ্ঠিত হল এক অনুপ্রেরণামূলক নারী সচেতনতা শিবির। উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অরবিন্দ সোসাইটির ওমেন কাউন্সিল এবং বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সুচরিতা চৌধুরী, গায়ত্রী সুত্রধর, শিক্ষক রঞ্জন দেবনাথ, সন্ধ্যা পাল, ডঃ জ্যোতির্ময় শর্মা, বিশিষ্ট সমাজসেবী হারাধন দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মালাকার।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছাত্রীদের সঙ্গীত, নৃত্য ও যোগা পরিবেশনা অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত। বক্তারা তাঁদের বক্তব্যে নারীর আত্মবিশ্বাস, শিক্ষা ও আর্থিক স্বাধীনতার মাধ্যমে সমাজে নেতৃত্ব নেওয়ার গুরুত্বের উপর জোর দেন। তাঁরা উল্লেখ করেন— সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যদি নারী নিজের সম্ভাবনাকে বিকশিত করতে না পারে।

শ্রী অরবিন্দ সোসাইটি ওমেন কাউন্সিলের সদস্যারা বলেন, নারীর আত্মোন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। এক শিক্ষিত, সচেতন নারীই পারে পরিবার, সমাজ ও দেশকে সঠিক পথে পরিচালিত করতে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande