বাইক মেকানিকের আত্মহত্যার অভিযোগ , তদন্তে নেমেছে পুলিশ
হামিরপুর, ৮ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের হামিরপুর জেলার মৌদহা থানার অন্তর্গত এলাকায় কুমহারৌড়ার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম অমিত (২২), পেশায় বাইক মেকানিক। শনিবার পুলিশ সূত্রে জানা যায়, অমিত ইনগোহটা গ্রামে নিজের বাইক মের
বাইক মেকানিকের আত্মহত্যার অভিযোগ , তদন্তে নেমেছে পুলিশ


হামিরপুর, ৮ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের হামিরপুর জেলার মৌদহা থানার অন্তর্গত এলাকায় কুমহারৌড়ার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম অমিত (২২), পেশায় বাইক মেকানিক।

শনিবার পুলিশ সূত্রে জানা যায়, অমিত ইনগোহটা গ্রামে নিজের বাইক মেরামতির দোকান চালাতেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরে পরিবার ফিরে এসে তাঁকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande