
কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতরেও একের পর এক অভিযোগ জমা পড়েছে। বুথ লেভেল অফিসার ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজের পরিপ্রেক্ষিতে বাড়িতে গিয়ে ভোটারদের মধ্যেই বিতরণ করার কথা এনুমারেশন ফর্ম তথা আবেদন পত্র। অথচ নিয়ম মেনেই তা হচ্ছে না। সুতরাং কমিশনের নির্দেশ না মেনে কাজ করার পরিপ্রেক্ষিতে ৮ জন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধেই এদিন কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সেইসঙ্গে বুথ লেভেল এজেন্টদের মাধ্যমে ফর্ম বিলিতে অভিযোগ রয়েছে। আসল কাজে বাধাদান চলছে। সংশ্লিষ্ট সমস্যার সমাধানে পাঁচটি ক্ষেত্রে বুথ লেভেল এজেন্টদের বিরুদ্ধেই এফ আই এর দায়ের করা হয়েছে। মূলত, এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এদিন পৃথক অভিযোগ সেল খোলা হয়েছে। টেলিফোন নম্বর - ০৩৩/২২৩২০৮০৫ ভোটারদের তরফেও বি এল ও - দের বিরুদ্ধে সরাসরি যে কোনও ধরনের অভিযোগ জানানো যাবে। তৎক্ষণাৎ তা খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত