
কলকাতা, ৮ নভেম্বর (হি.স.): বিজেপি কি আদৌ তৃণমূলকে সরাতে চায়? বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রকাশ্য ক্ষোভকে সমর্থন করল সিপিএম।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এক্সবার্তায় লিখেছেন, “সেটিং আনলিমিটেড। তৃণমূলী অপরাধীরা এখনও জেলের বাইরে। ধ্বংস করছে রাজ্যটাকে। যারা ভেবেছিলেন বিজেপি তৃণমূলকে ঠেকাবে, তারা আবারও ঠকে গেলেন।
বিজেপি সাংসদ, প্রাক্তন বিচারপতি, অভিজিৎবাবু ঠিক সেটাই বলছেন, যা বামপন্থীরা টানা বলে চলেছে। ভরসা রাখুন বিজেপি তৃণমূলকে হারাবে বামপন্থীরাই।”
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই শুক্রবার বিজেপি-র অস্বস্তি বাড়িয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি তৃণমূলকে আদৌ হারাতে চায় কি না, তা-ই গভীর প্রশ্ন। এতে অস্বস্তি বাড়ল রাজ্য গেরুয়া শিবিরের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত