আপডেট...হারাঙ্গাজাওয়ের জলপ্ৰপাত থেকে উদ্ধার শিলচর এনআইটির এক ছাত্রীর মৃতদেহ, এখনও নিখোঁজ এক ছাত্রী ও এক ছাত্র
হাফলং (অসম), ৮ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাওয়ের জলপ্রপাতে নিখোঁজ এনআইটি শিলচরের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছেন এসডিআরএফ-এর ডিপ ডাইভার। তবে এ খবর লেখা পর্যন্ত এখনও নিখোঁজ সংশ্লিষ্ট এনআইটির ছাত্রী বিহারের বাসিন্দা রাধিকা (১
বাহকল জলপ্রপাতে সলিলসমাধি এনআইটি শিলচরের তিন ছাত্রের, উদ্ধার এক ছাত্ৰীর মৃতদেহ (ইনসেটে)


হাফলং (অসম), ৮ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাওয়ের জলপ্রপাতে নিখোঁজ এনআইটি শিলচরের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছেন এসডিআরএফ-এর ডিপ ডাইভার। তবে এ খবর লেখা পর্যন্ত এখনও নিখোঁজ সংশ্লিষ্ট এনআইটির ছাত্রী বিহারের বাসিন্দা রাধিকা (১৯) এবং ছাত্র সৌহার্দ রাই (২০)। উদ্ধারকৃত মৃতদেহটি উত্তরপ্রদেশের বাসিন্দা বছর ২০-এর সর্বকৃতিকা সিঙের বলে শনাক্ত করেছে পুলিশ।

ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ জানিয়েছেন, আজ শনিবার এনআইটি শিলচরের বি-টেক (ইলেক্ট্ৰিক্যাল) প্রথম বর্ষের কয়েকজন ছাত্ৰ ও ছাত্রী হারাঙ্গাজাওয়ে বেড়াতে এসেছিলেন। হারাঙ্গাজাওয়ে এসে তাঁরা প্ৰায় তিন কিলোমিটার দূরে বাহকল জলপ্রপাতে যান। সেখানেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে জলপ্রপাতের খাদে পড়ে সন্ধানহীন হয়ে যান সর্বকৃতিকা সিং, রাধিকা এবং সৌহার্দ রাই।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ওসি লক্ষ্মীন্দর শইকিয়ার নেতৃত্বে পুলিশ এবং অগ্নিনিৰ্বাপক বহিনী ঘটনাস্থলে যায়। ইত্যবসরে শিলচর থেকে আসে এসডিআরএফ-এর দল। তাঁরা সম্মিলিতভাবে জলপ্রপাতে সন্ধানহীন দুই ছাত্রী ও এক ছাত্রকে উদ্ধার করতে অভিযান শুরু করেন।

সন্ধ্যার দিকে উত্তরপ্রদেশের মেয়ে সর্বকৃতিকা সিঙের মৃতদেহ উদ্ধার করেছেন এসডিআরএফ-এর ডিপ ডাইভার। এই জলপ্রপাতের গভীরতা বেশি হওয়ায় এবং নীচে পাথর থাকায় উদ্ধার অভিযানে এসডিআরএফকে বেগ পেতে হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, বাকি দুই ছাত্রের দেহ জলের নীচে পাথরে আটকে রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গেছে, আজ বেলা দুটার (২.০০) দিকে বাহকল জলপ্রপাতে এসেছিলেন এনআইটি শিলচরের ছাত্রছাত্রীর এক দল। তাঁরা জলপ্রপাতে নামার পরই অঘটনটি সংঘটিত হয়। এক ছাত্র ও দুই ছাত্রী জলে তলিয়ে যাওয়ার পর তাঁদের উদ্ধার করতে চেষ্টা তাঁরা করেছিলেন। কিন্তু পরেননি, জানান স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande