রাজ্যে গত ৫ দিনে এনুমারেশন ফর্ম ৪ কোটি ১৭ লাখ বিলি : নির্বাচন কমিশন
কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, শনিবার রাত ৮ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪ কোটি ১৭ লক্ষ এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, এদিন থেকেই অনলাইনে ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজের
রাজ্যে গত ৫ দিনে এনুমারেশন ফর্ম ৪ কোটি ১৭ লাখ বিলি : নির্বাচন কমিশন


কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, শনিবার রাত ৮ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪ কোটি ১৭ লক্ষ এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, এদিন থেকেই অনলাইনে ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজের জন্যে ফর্ম পূরণ করা যাবে। সেকথাও সকলকে জানানো হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফেও ওই বার্তা ঘোষণা করা হয়। গত পাঁচদিন ধরেই চলছে ওই গুরুত্বপূর্ণ কাজ। নির্ধারিত আবেদন পত্র, সমস্ত জেলায় একযোগেই এনুমারেশন ফর্ম বিতরণের কাজ জোরকদমেই চলছে। শনিবার কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। উল্লেখ্য, উত্তরবঙ্গে এই মুহূর্তে তিন সদস্যের এক প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কাজের প্রক্রিয়া। প্রসঙ্গত, সরাসরি ভোটারদের কাছে সশরীরে পৌঁছে তবেই তাদের হাতে যে আবেদন পত্র তুলে দেওয়া যাবে এদিন ও সেই সম্পর্কে অবহিত করা হয়েছে সমস্ত বুথ লেভেল অফিসারদের। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু করা হয়েছে স্পেশাল ইনসেনটিভ রিভিশন তথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। বুথ লেভেল এজেন্টদের হাতে ওই ফরম তুলে দেওয়া যাবে না।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande