হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার বাড়ি থেকে এনুমারেশন আবেদনপত্র বিতরণ, রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক
মালদা, ৮ নভেম্বর ( হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের জেলা পরিষদ বাড়ি থেকে এনুমারেশন আবেদনপত্র বিলি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ঘটনাটি ঘটেছে মালদার সুলতাননগর এলাকায়, যেখানে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে খোলা হ
এনুমারেশন আবেদন পত্র বিলি


মালদা, ৮ নভেম্বর ( হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের জেলা পরিষদ বাড়ি থেকে এনুমারেশন আবেদনপত্র বিলি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ঘটনাটি ঘটেছে মালদার সুলতাননগর এলাকায়, যেখানে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে খোলা হয়েছে সহায়তা শিবির। সেই শিবির থেকেই শনিবার এনুমারেশন আবেদনপত্র বিলি করতে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমারকে।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। অথচ রাজনৈতিক দলের নেতার বাড়ি থেকে ফর্ম বিতরণকে বিজেপি বিধিভঙ্গ বলে অভিযোগ করেছে। জেলা বিজেপি কমিটির সদস্য কিষাণ কেডিয়ার দাবি, তৃণমূল প্রভাব খাটিয়ে বিএলওদের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজে হস্তক্ষেপ করছে, যাতে অবৈধ নাগরিকদের বাঁচানো যায়। তিনি জানান, বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন।তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “আমাদের শিবিরে মানুষ নিজেরাই সহায়তার জন্য আসছেন। বিজেপি চক্রান্ত করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল তরজা। নির্বাচন কমিশনের নিয়মভঙ্গের অভিযোগে ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande