এনআরএস হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের অফিসে আগুন, চাঞ্চল্য হাসপাতালে
কলকাতা, ৮ নভেম্বর ( হি. স.):- এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের অফিস সংলগ্ন এলাকায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল শুক্রবার দুপুরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ নিরাপত্তা কর্মীদের কার্যালয়ের পরিত্যক্
এনআরএস হাসপাতালে আগুন


কলকাতা, ৮ নভেম্বর ( হি. স.):- এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের অফিস সংলগ্ন এলাকায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল শুক্রবার দুপুরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ নিরাপত্তা কর্মীদের কার্যালয়ের পরিত্যক্ত অংশে হঠাৎ আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা দমকলকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, কার্যালয়ের ফাঁকা জায়গায় পড়ে থাকা পুরোনো আসবাবপত্র, নথিপত্র ও জঞ্জালের স্তূপেই আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, পরিত্যক্ত স্থানে জমে থাকা আবর্জনায় কেউ অসাবধানতাবশত আগুন ফেলে থাকতে পারে।ঘটনাস্থল নিরাপত্তা রক্ষীদের অফিসের কাছেই হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও সার্জারি বিভাগ, পাশাপাশি রয়েছে পেট সিটি স্ক্যানের ঘরও। ফলে প্রথমে আতঙ্ক ছড়ালেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। দমকলের পক্ষ থেকে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আপাতত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande