
হাওড়া, ৮ নভেম্বর ( হি. স.) : হাওড়ার বাঁকরা বাদামতলায় শনিবার সকালে একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে। হঠাৎ ঘন ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে অনুমান। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে তাঁরা চিৎকার শুরু করেন। এরপরই গোডাউনের ভেতর থেকে দাউ দাউ করে আগুন বেরোতে দেখা যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে।
আগুনে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে ব্যবসায়ীর প্রাথমিক অনুমান কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়