
কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : মহিলা বিশ্বকাপ ট্রফি জেতার পর মুম্বই - দিল্লি হয়ে এরপর শিলিগুড়িতে ফেরা।বাগডোগরা থেকে এদিন রিচা ঘোষ শনিবার সকালেই ফের কলকাতায়। দমদম থেকেই সটান দক্ষিণ কলকাতার বাঘাযতীনে নিজের ফ্ল্যাটে পৌঁছে সেখানে খানিক বিশ্রাম নেওয়ার পর সে কলকাতা পুলিশের সদর দফতরে সম্বর্ধনা নিতে লালবাজারে এসে পৌঁছেছে। এরপর সেখান থেকেই ইডেন গার্ডেন্সে। এই মূহুর্তে জনপ্রিয় ও শিরোপা জয়ী ভারতের মহিলা ক্রিকেটার রিচা ঘোষ। মুখ্যমন্ত্রী তাঁর সাফল্য কামনা করেছেন এবং ইডেনের মঞ্চে জানান, খেলনগরী হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে রয়েছে সমস্ত রকমের উপযোগী ব্যবস্থা। সিএবি-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ভারতীয় দলের অধিনায়িকা পদেই পরবর্তীতে তাঁকে দেখতে আগ্রহী। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ খুব শীঘ্রই কমিশনারেট অফ পুলিশ, শিলিগুড়িতে ডি এস পি পদে যোগদান করার জন্য সে অপেক্ষায় রয়েছে। এদিন তাঁর সঙ্গেই রয়েছেন বাবা। কলকাতায় তুঙ্গে ব্যস্ততা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত