
নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : ১৫ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া বধির অলিম্পিকে ভারত ৭৩ জন ক্রীড়াবিদ সহ ১১১ সদস্যের সর্ববৃহৎ দল পাঠাবে।
ভারতীয় ক্রীড়াবিদরা ১১টি বিভাগে অংশগ্রহণ করবেন — অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, গল্ফ, জুডো, কারাতে, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, কুস্তি এবং টেনিস।
ক্রীড়া মন্ত্রণালয় সরকার-কে খরচের ভিত্তিতে এই দলটিকে অনুমোদন দিয়েছে।
২০২২ সালের মে মাসে ব্রাজিলে অনুষ্ঠিত এই ইভেন্টের শেষ সংস্করণে ভারত ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ সহ ১৬টি পদক জিতে সর্বকালের সেরা অবস্থানে ফিরে এসেছিল এবং ৭৭টি অংশগ্রহণকারী দেশের মধ্যে নবম স্থানে ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি