ডিমা হাসাওয়ে পরিযায়ী পাখির সুরক্ষা ও সংরক্ষণের থিম নিয়ে শুরু জাটিঙ্গা উৎসব
হাফলং (অসম), ৮ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার জাটিঙ্গায় আগত দেশ-বিদেশের পরিযায়ী পাখির সুরক্ষা ও সংরক্ষণের থিম নিয়ে আজ শনিবার শুরু হয়েছে জাটিঙ্গা উৎসব। লামডিং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে পর্যটকদের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাটি
জাটিঙ্গা উৎসবের উদ্বোধন করছেন এনসিএইচএসি-র সিইএম দেবোলাল গার্লোসা


সাংস্কৃতিক অনুষ্ঠানের এক মুহূর্ত


হাফলং (অসম), ৮ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার জাটিঙ্গায় আগত দেশ-বিদেশের পরিযায়ী পাখির সুরক্ষা ও সংরক্ষণের থিম নিয়ে আজ শনিবার শুরু হয়েছে জাটিঙ্গা উৎসব। লামডিং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে পর্যটকদের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাটিঙ্গার মিনি পেহেলগাম হিসেবে পরিচিত জাটিঙ্গা উৎসবের স্থায়ী জায়গায় দুই দিনব্যাপী জাটিঙ্গা উৎসবের উদ্বোধন করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাটিঙ্গা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাটিঙ্গা উৎসব প্রাঙ্গণে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর হস্ততাঁত শিল্পের প্রদর্শনী সহ বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত খাবারের স্টলের উদ্বোধন করেন মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য।

তার পর ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর শিল্পীরা পরম্পরাগত লোকসংস্কৃতির প্রদর্শন তুলে ধরেন। জাটিঙ্গা উৎসবের প্রথম দিন প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গকে সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান গুয়াহাটি থেকে আগত শিল্পীরা। এর পর একে একে সঙ্গীত পরিবেশন করেন মাইবাং সৌল স্ট্রিংস মিউজিক স্কুলের শিল্পীরা, নাগাল্যান্ড থেকে আগত ব্যান্ড ট্রেনস অ্যাফেক্ট হাফলঙের নব ব্যান্ড, মুম্বাইয়ের দেশদোয়া এবং মুম্বাই থেকে আগত ডিজে আনশিখা।

রবিবার জাটিঙ্গা উৎসবের মূল আকর্ষণ বলিউডের সঙ্গীত শিল্পী শান। এদিকে জাটিঙ্গা উৎসব উপভোগ করতে ডিমা হাসাও জেলায় প্রচুর পর্যটকদের আগমন ঘটেছে। হাফলং শহরের সব হোটেল লজে এখন পর্যটকদের ভিড়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande