
হবিবপুর, ৮ নভেম্বর ( হি. স.):- বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে ময়দানে নেমেছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড (কেপিপিইউ)। শনিবার বিকেলে হবিবপুর ব্লকের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ব্লক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুভাষবাবু কর্মীদের উদ্দেশে বলেন, এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়াইয়ে নামার বার্তা দেন তিনি।সুভাষবাবু আরও জানান, আগামী ৬ ডিসেম্বর কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের ঐতিহাসিক দিন। সেদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে একটি বৃহৎ জনসমাবেশের আয়োজন করা হবে। ওই জনসমাবেশে হবিবপুর ব্লকের সমস্ত কর্মী ও সমর্থকদের যোগদানের আহ্বান জানান তিনি।এদিনের কর্মী সম্মেলনে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দলীয় কর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনাও হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়