শিলিগুড়িতে রহস্যজনক মৃত্যু, সূর্যসেন পার্কের পাশে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ
শিলিগুড়ি, ৮ নভেম্বর ( হি. স.):- শিলিগুড়ির সূর্যসেন পার্কের পাশে উদ্ধার হলো এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি বটগাছের নিচে দেহ পড়ে থাকতে দেখে খবর দেন শিলিগুড়ি থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্
শিলিগুড়িতে রহস্যজনক মৃত্যু, সূর্যসেন পার্কের পাশে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ


শিলিগুড়ি, ৮ নভেম্বর ( হি. স.):- শিলিগুড়ির সূর্যসেন পার্কের পাশে উদ্ধার হলো এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি বটগাছের নিচে দেহ পড়ে থাকতে দেখে খবর দেন শিলিগুড়ি থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে মৃতদেহে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন না পাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় থানা এলাকায় সম্প্রতি কেউ নিখোঁজ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ, যাতে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যায়।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে, সূর্যসেন পার্কের পাশে প্রতিদিন বহু মানুষের আনাগোনা থাকে, তাই এই ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আপাতত রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande