
শিমলা, ৮ নভেম্বর (হি.স.) : শিমলায় খাদে গাড়ি পড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ।শুক্রবার রাতে খুননা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে । রামপুরে একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত আরও ৭ জন মহিলা।
গাড়িতে ছিলেন ননখড়ির বাসিন্দা বিনোদ কুমার মেহতা এবং সাতজন মহিলা। ঘটনাস্থলেই মারা যান সুনীতা দেবী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।
শনিবার এক পুলিশ আধিকারিক জানান , প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ি চালকের অসতর্কতা দুর্ঘটনার মূল কারণ। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য