রেলওয়েজের বিরুদ্ধে বাংলার ব্যাটিং বিপর্যয় - ৪/৬১ রান
সুরাট, ৮ নভেম্বর (হি. স.) : ফের বাংলা দল বেকায়দায়। রেলওয়েজ এর বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ খেলায় বাংলার ৩১ ওভারে দলগত স্কোর - ৩/৭৩ রান। সুরাট এর লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে এদিন মধ্যাহ্নভোজের বিরতিতেই ব্যাটিং বিপর্যয়। উল্লেখ্য, দেশ
রেলওয়েজ এর বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা একাদশ


সুরাট, ৮ নভেম্বর (হি. স.) : ফের বাংলা দল বেকায়দায়। রেলওয়েজ এর বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ খেলায় বাংলার ৩১ ওভারে দলগত স্কোর - ৩/৭৩ রান। সুরাট এর লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে এদিন মধ্যাহ্নভোজের বিরতিতেই ব্যাটিং বিপর্যয়। উল্লেখ্য, দেশের একদা ওই বন্দরনগরীতে বাংলা দল নিয়ে পৌঁছে দলের প্রধান কোচ লক্ষীরতন শুক্লা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ত্রিপুরার সঙ্গে আগরতলায় খেলা অমীমাংসিতভাবেই শেষ হতে দলের খেলোয়াড়রা আহত। অঙ্কের হিসেবেই কেবল এক ম্যাচে পিছিয়ে পড়তেই দলগত তালিকার শীর্ষে থাকার পর বাংলা দল এই মুহূর্তে তৃতীয় স্থানে। হরিয়ানা ও সার্ভিসেস এগিয়ে রয়েছে।

উইকেটরক্ষক ও দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অভিষেক পোড়েল এর পরিবর্তে উইকেটের পিছনে এখন সাকির হাবিব গান্ধী। মহম্মদ শামি নেই। দিল্লি উড়ে গেছে। আগের খেলায় উইকেট পায় নি। যদিও এর পরিবর্তে প্রথম একাদশে ঠাঁই হল সুরজ সিন্ধু জয়সোয়ালের। এদিকে, ফের খেলা শুরু হতেই আবারও উইকেট পতন। ৩৭.২ ওভারে বাংলার দলগত স্কোর - ৪/৬৪ রান। রেলওয়েজ এর বিরুদ্ধেই বাংলার পতন। অনুষ্টুপ মজুমদার ১৮ রানে ও শাহবাজ আহমেদ ০ রানে অপরাজিত ক্রিজে থাকে। এর আগেই ২৮ রানে আউট হয়ে ফিরেছে সাকির হাবিব গান্ধী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande