অনুষ্টুপ মজুমদার শতরানের সুবাদে বাংলার প্রথম ইনিংসে ৫/২৭০ রান
সুরাট, ৮ নভেম্বর (হি. স.) : গুজরাট রেলওয়েজ এর বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ খেলায় বাংলার প্রথম ইনিংসে সংগ্রহ ৫/২৭০ রান। সেঞ্চুরি করেছে অনুষ্টুপ মজুমদার। এ যাত্রায় রুখে দিয়েছে সে. দলের ব্যাটিং বিপর্যয়। গুজরাটের মাটিতে প্রথম দিনেই একদা প্
আদিত্য পুরোহিত এর অভিষেক রঞ্জি ট্রফিতে


সুরাট, ৮ নভেম্বর (হি. স.) : গুজরাট রেলওয়েজ এর বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ খেলায় বাংলার প্রথম ইনিংসে সংগ্রহ ৫/২৭০ রান। সেঞ্চুরি করেছে অনুষ্টুপ মজুমদার। এ যাত্রায় রুখে দিয়েছে সে. দলের ব্যাটিং বিপর্যয়। গুজরাটের মাটিতে প্রথম দিনেই একদা প্রথম ইনিংসে বাংলার দলগত স্কোর - ৩/৩৭ থেকেই ৪/৬৪ হয়ে পড়ে। মধ্যাহ্নভোজের আগে ও পরে এমন বৈপরীত্য কোচ থেকে শুরু করে খেলোয়াড়দের মধ্যেও অনিশ্চয়তার বাতাবরণ গড়ে তোলে। দলগত স্কোর অবশ্য পঞ্চম উইকেট জুটি ধাতস্থ করেছে। ৪/৬৪ রান থেকে বাংলা এরপর ৬১ ওভারে বাংলা দলগত অবস্থান পৌঁছেছে - ৪/১৭৭ রানের ইনিংসে। পড়ন্ত বিকেলে অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ জুটি তখন ভরসার যোগান দেয়। শাহবাজ আহমেদ ৭৯ রানে ও অনুষ্টুপ ৫৪ রানে অপরাজিত। এরপর দিনের শেষে মুখরক্ষা হয়েছে (৮৪.৩ ওভারে) বাংলা দল ৫ উইকেটে ২৭০ রান তুলেছে। উল্লেখ্য, প্রথম শ্রেণীর ক্রিকেটে ও ব্যক্তিগত পর্যায়ে ১৮তম শতরানের ইনিংস উপহার দিয়েছে অনুষ্টুপ মজুমদার। ১০২ রানে সে অপরাজিত রয়েছে। অপর প্রান্তে সুমন্ত গুপ্ত - ৩৮ রানে সঙ্গে ক্রিজে রয়েছে। উল্লেখ্য, টপ অর্ডারের ব্যাটসম্যানদের দুর্বল ব্যাটিংয়ে একের পর এক উইকেট পড়েছে তবুও রোখা যায় নি। রেলওয়েজদের তরফেও বাংলা দলকে এদিন টেনশনে ফেলে। এতদসত্ত্বেও চাপের মধ্যে ভরসার যোগানে টেল এন্ডার জুটি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande