রঞ্জি ট্রফি ক্রিকেটে টসে জিতে বাংলার প্রথম ব্যাটিং - ২/২১ রান, বিপক্ষে রেলওয়েজ
গুজরাট, ৮ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ খেলায় শনিবার বাংলা ও রেলওয়েজ দল মুখোমুখি। এদিনের শুরুতেই টসে জয়ী বাংলা এবং প্রথমেই ব্যাটিং বেছে নিয়েছে তারা। প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা দল - অনুষ্টুপ মজুম
আদিত্য পুরোহিত এর অভিষেক রঞ্জি ট্রফিতে


গুজরাট, ৮ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ খেলায় শনিবার বাংলা ও রেলওয়েজ দল মুখোমুখি। এদিনের শুরুতেই টসে জয়ী বাংলা এবং প্রথমেই ব্যাটিং বেছে নিয়েছে তারা। প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা দল - অনুষ্টুপ মজুমদার, সাকির হাবিব গান্ধী, সুমন্ত গুপ্ত, শাহবাজ আহমেদ, রাহুল প্রসাদ, সুরজ সিন্ধু জয়সোয়াল, বিশাল ভাতি, সুমিত মোহান্ত, মহম্মদ কাইফ ও আদিত্য পুরোহিত।

এদিকে, এদিন প্রথম শ্রেণীর ক্রিকেটে ও রঞ্জি ট্রফিতেই টপ অর্ডার ব্যাটসম্যান আদিত্য পুরোহিতের অভিষেক হল । রীতি মেনেই অনুষ্টুপ মজুমদার তাঁর হাতে টুপি তুলে দেয়। উল্লেখ্য, তৃতীয় খেলায় সুদীপের অনুপস্থিতিতে অভিষেক পোড়েল দলকে নেতৃত্ব দিলেও তা আশানুরূপ হয় নি এ যাত্রায়। এই মুহূর্তে যদিও সে রাইজিং স্টার দলে রয়েছেন।

সুরাটে এদিনের খেলায় বাদ পড়েছে দল থেকে ঈশান পোড়েল। সুমিত মোহন্ত দলে ঢুকেছে। প্রথম দিনের খেলায় প্রথম ইনিংসে এই মুহূর্তে ২/২১ রান তুলেছে বাংলা দল ২০ ওভারে। সাকির হাবিব গান্ধী ১১* (৪৭) ও সুরজ সিন্ধু জয়সোয়াল ২* (২৮) ক্রিজে রয়েছে। গোড়াপত্তন ভাল হয়নি এদিনের খেলায় বাংলার। অধিনায়ক সুদীপ ঘরামি শূন্য রানে ফিরেছে। অভিষেক পর্বে আদিত্য পুরোহিত এদিন মাত্র ৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande