
কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সদ্য জয়ী ভারতীয় দলের প্রথম বাঙালি মহিলা ক্রিকেটার রিচা ঘোষ'কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এ রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সি এ বি-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। মূলত, শনিবার সিএবি - র উদ্যোগেই ইডেন গার্ডেন্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোর রোশনাইতে জমজমাট অনুষ্ঠানের আয়োজন। সিএবি-র তরফেও রিচাকে সোনার ব্যাট উপহার দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাঁর ফাইনাল খেলায় জয়সূচক ৩৪ রানের প্রতি সম্মান জানিয়ে ৩৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
এছাড়া রাজ্য সরকারের তরফেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁকে তিনদফায় সম্মান প্রদান করেছেন। সোনার হার, বঙ্গভূষণ সম্মান ও ডেপুটি পুলিশ কমিশনার পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত