
কলকাতা, ৮ নভেম্বর ( হি. স.):- মেটিয়াবুরুজ থানার অন্তর্গত পাহাড়পুর রোডে এক তিনতলা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার গভীর রাতে, অনুমান করা হচ্ছে রাত ১২টা থেকে ভোর ৩টার মধ্যে দোতলার একটি ঘরে ঘটে এই লুটপাটের ঘটনা। চুরি হয়েছে সোনার গয়না, নগদ টাকা, ঠাকুরের রুপোর মুকুটসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী। প্রাথমিকভাবে অনুমান, কয়েক লক্ষ টাকার সম্পদ খোয়া গেছে।বাড়ির মালিক অশোকা চট্টোপাধ্যায় ঘটনার সময় আত্মীয়ের বাড়িতে ছিলেন। নিচতলায় তাঁর জা আরতী চট্টোপাধ্যায় ছিলেন। তিনি জানান, “রাতে কিছু শব্দ পেলেও শরীর ভারী লাগছিল, উঠতে পারিনি। মনে হচ্ছে কিছু স্প্রে করে আমাকে অচেতন করা হয়েছিল।”ঘটনার খবর পেয়ে মেটিয়াবুরুজ থানার পুলিশ তদন্তে নেমেছে। চুরির ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্টো দিকের দোকান এবং রাস্তায় থাকা ক্যামেরা থেকেও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে দুষ্কৃতীরা স্থানীয় না বাইরের তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এলাকায় বাড়তি পুলিশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়