এসআইআর আতঙ্কে আত্মঘাতী গৃহবধূর পরিবারের পাশে শশী পাঁজা
ব্যারাকপুর, ৮ নভেম্বর ( হি. স.): এসআইআর আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ কাকুলি সরকারের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। শনিবার দুপুরে তিনি বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কে.জি. স্কুল রোডে মৃতার বাড়িতে যান। তা
শশী পাঁজা


ব্যারাকপুর, ৮ নভেম্বর ( হি. স.): এসআইআর আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ কাকুলি সরকারের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। শনিবার দুপুরে তিনি বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কে.জি. স্কুল রোডে মৃতার বাড়িতে যান। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ পার্থ ভৌমিক এবং বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন শশী পাঁজা। মন্ত্রী জানান, ২০১৮ সালে ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরো পরিবার আবেদন করেছিল। সেই কারণেই এবারে এসআইআর ফর্মে তাঁদের নাম এসেছে।শশী পাঁজা অভিযোগ করেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তাঁর বক্তব্য, “বিজেপির মিথ্যা প্রচারের জেরেই কাকুলি সরকারের মতো মর্মান্তিক ঘটনা ঘটছে।”এদিন মৃতার শ্বশুর শান্তি সরকার জানান, এসআইআর ফর্মের ভয়েই কাকুলি মানসিক চাপে ভুগছিলেন। রাজ্যের মন্ত্রী আশ্বাস দিয়েছেন, পরিবার যাতে উপযুক্ত সহায়তা ও ন্যায়বিচার পায়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande