
কলকাতা, ৮ নভেম্বর ( হি. স.) : এসআইআরের পদ্ধতিগত ত্রুটির প্রতিবাদে কংগ্রেসের চলা সই সংগ্রহ অভিযান শেষ হয়েছে। শনিবার প্রদেশ কংগ্রেস সদর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে সেই সই করা নথি ও নথিপত্র দিল্লির উদ্দেশে রওনা হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারসহ রাজ্য ও জেলা নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, তারা এসআইআরের বিরোধী নন, তবে বাস্তবায়নের পদ্ধতিগত ত্রুটি ও প্রশাসনিক বিশৃঙ্খলার দিকেই দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য।
এদিন নোটবাতিলের নবম বর্ষপূর্তিতেও কংগ্রেস দিনটিকে ‘কালো দিন’ হিসেবে পালন করছে। দলের দাবি, নোটবাতিল ছিল একটি “মনুমেন্টাল ডিজাস্টার”, যা দেশের অর্থনীতি ও সমাজজীবনে গভীর প্রভাব ফেলেছে। সেই উপলক্ষে এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রেস বার্তা প্রকাশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি প্রদেশ কংগ্রেস দফতর থেকে শুরু হয়ে শিয়ালদহ পর্যন্ত যাবে।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এসআইআর এবং নোটবাতিল— দুটি ক্ষেত্রেই কেন্দ্রের প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট। তাই গণস্বাক্ষর অভিযান ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা জনগণের মতামত ও ক্ষোভ পৌঁছে দিতে চান দিল্লির কংগ্রেস হাইকমান্ডের কাছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়