
কলকাতা, ৮ নভেম্বর (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগামহীন তোষণের রাজত্বে পশ্চিমবঙ্গে হিন্দু দেব-দেবীর বিগ্রহ ভাঙচুর আজ উদ্বেগজনকভাবে নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে!” শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “এবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত রোল অঞ্চলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শ্রী শ্রী মনসা দেবীর প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে কাদায় লেপে দিল! তৃণমূল সরকারের নিদানের জন্য এবারও হিন্দুদের ধর্মীয় অনুভূতি রক্ষার কোনও দায় স্বীকার করতে নারাজ প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই প্রতিমা ভাঙচুর ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাতের নোংরা অপচেষ্টা ঘটলেও, ব্যবস্থা নেওয়ার বদলে মেরুদণ্ডহীন পুলিশ-প্রশাসন প্রতিটি ঘটনাকে ধামাচাপা দিতে ব্যস্ত।”
সুকান্তবাবু লিখেছেন, “এভাবে লাগামছাড়া তোষণের রাজনীতি চালিয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের মতো দুর্দশার দিকে ঠেলে দিচ্ছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত