রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু , বিকল্প পথে চলবে যানবাহন
কলকাতা, ৮ নভেম্বর ( হি. স.) : রবিবার, অর্থাৎ ৯ নভেম্বর সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, সেতুর মেরামত ও সংস্কারের কাজ চলবে ওই সময়ে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-এর তত্ত্বাবধা
দ্বিতীয় হুগলি সেতু


কলকাতা, ৮ নভেম্বর ( হি. স.) : রবিবার, অর্থাৎ ৯ নভেম্বর সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, সেতুর মেরামত ও সংস্কারের কাজ চলবে ওই সময়ে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-এর তত্ত্বাবধানে সেতুর stay cable, holding down cable ও bearing পরিবর্তনের কাজ করা হবে। জননিরাপত্তা ও যান চলাচলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। এই কারণে রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও তার র‌্যাম্পগুলিতে সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পশ্চিমমুখী গাড়িগুলিকে এ.জে.সি বোস রোড থেকে টার্ফভিউ মোড় হয়ে হেস্টিংস ক্রসিং ঘুরে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। একইভাবে, খিদিরপুর দিক থেকে সিজিআর রোডে আসা গাড়িগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের পথে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে যানবাহনগুলিকে বিকল্প আর্টেরিয়াল রোড দিয়েও ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। নাগরিকদের এই সময় সেতু-সংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande