মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী
কলকাতা, ৮ নভেম্বর (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে। গম্ভীর অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, বাস্তবতা হলো, অনুপ্রবেশকারীরা, বিশেষ করে বাংলাদ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৮ নভেম্বর (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে। গম্ভীর অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, বাস্তবতা হলো, অনুপ্রবেশকারীরা, বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে আসছে, কারণ ৫৪০ কিলোমিটার এলাকায় কোনও বেড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিএসএফ-কে স্থায়ী বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি দিচ্ছে না।

শুভেন্দু আরও বলেন, লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা ভারতীয় নন, তারা আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাদের রক্ষা করছে। ভোট ব্যাংকের রাজনীতির কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ তাদের রক্ষা করছে। আমরা তাদের শনাক্ত করতে, মুছে ফেলতে এবং নির্বাসিত করতে চাই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande