
বীরভূম, ৮ নভেম্বর ( হি. স.):- লাভপুরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম আব্দুর রহমান মল্লিক। শুক্রবার রাতে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবারের দাবি, অভিযুক্ত হিরণ মন্ডল স্থানীয় তৃণমূল নেতা মান্নান হোসেনের প্রভাব খাটিয়ে থানা থেকে ছাড়া পেয়েছে। সেই কারণেই আতঙ্কে দিন কাটছে পরিবারের। মৃতের ছেলে আশঙ্কা প্রকাশ করেছেন, বাবার পর তাকেও খুন করে দেওয়া হতে পারে।ঘটনার সূত্রপাত গত বুধবার কুসুমগরিয়া গ্রামে। অভিযোগ, ধানখেতে ছাগল প্রবেশ নিয়ে বচসা বাধে তৃণমূলের দুই গোষ্ঠী— পটল মল্লিক ও হিরণ মন্ডলদের সঙ্গে সাগর শেখ গোষ্ঠীর। তর্কাতর্কি থেকে শুরু হয় হাতাহাতি, পরে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে সাগর শেখের অনুগামীরা গুরুতর জখম হন। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়