
সন্দেশখালি, ৮ নভেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যের উপর মারধর ও শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির স্থানীয় হাই স্কুলের শিক্ষক বিষ্ণুপদ প্রামাণিকের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা দোলন দাস, সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ টাকি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে রাস্তার ধারে ওই শিক্ষক তার পথ আটকায়, মারধর করে, জামাকাপড় ছিঁড়ে দেয় এবং মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ওই শিক্ষক গৃহবধূর অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় দোলন দাস তখন সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। ঘটনার পর আতঙ্কে তিনি টাকির বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে ফেরার পর ফের তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেছেন তিনি। শনিবার দুপুরে দোলন দাস সন্দেশখালি থানায় নতুন করে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত মহিলার আইনজীবী কালিদাস মণ্ডল জানান, “আইন নিজের পথে চলবে, অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করছি।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়