
জলপাইগুড়ি, ৮ নভেম্বর (হি.স.) : চোখের জলে জলপাইগুড়ির ডামডিমবাসী বিদায় জানাল তাঁদের প্রিয় সন্তান বিএসএফ জওয়ান বলিরাম ভারতীকে। ডামডিমের কদমতলা এলাকার বাসিন্দা, ৩৮ বছর বয়সী বলিরাম ভারতী কর্মরত ছিলেন রাঁচিতে। কর্তব্যরত অবস্থায় গত পরশুদিন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
শনিবার সকালে কফিনবন্দি দেহ পৌঁছায় তাঁর বাড়িতে। ওদলাবাড়ি থেকে ডামডিম পর্যন্ত স্থানীয় মানুষজন বাইক মিছিলের মাধ্যমে ‘শহিদ’ বলিরামের দেহ বাড়িতে আনেন। মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে ডামডিমে। কান্নায় ভেঙে পড়েন তাঁর মা-বাবা, স্ত্রী ও দুই সন্তানসহ আত্মীয়স্বজন। প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও অসংখ্য সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান তাঁর বাড়িতে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ডামডিম রেলস্টেশনের ছটঘাটে, যেখানে সম্পন্ন হয় শেষকৃত্য।
শেষযাত্রায় শামিল হন এলাকার শত শত মানুষ। ‘বলিরাম ভারতী অমর রহে’ ‘ভারত মাতার জয়’ ধ্বনিতে কেঁপে ওঠে ডামডিমের আকাশ। চোখের জল আর করতালির মিশ্রণে শেষ বিদায় জানায় ডামডিমবাসী তাঁদের সাহসী সন্তানকে। এদিকে শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্তারা, পুলিশ আধিকারিকরা এবং অসংখ্য সাধারণ মানুষ।
হিন্দুস্থান সমাচার / সোনালি