শীতের শুরুতেই সুন্দরবনে ‘বাঘ মামার’ স্পেশাল দর্শন, ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল ও কুমির
সুন্দরবন, ৮ নভেম্বর ( হি. স.) : শীতের শুরুতেই সুন্দরবনের পর্যটকদের মুখে হাসি ফিরিয়েছে ‘বাঘ মামা’। রয়্যাল বেঙ্গল টাইগারের একাধিক দর্শন পেয়ে উচ্ছ্বসিত পর্যটক ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। গত মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম
বাঘের দেখা


সুন্দরবন, ৮ নভেম্বর ( হি. স.) : শীতের শুরুতেই সুন্দরবনের পর্যটকদের মুখে হাসি ফিরিয়েছে ‘বাঘ মামা’। রয়্যাল বেঙ্গল টাইগারের একাধিক দর্শন পেয়ে উচ্ছ্বসিত পর্যটক ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। গত মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে ২৪ জনের একটি পর্যটক দল বন দফতরের বৈধ অনুমতি নিয়ে ‘এমবি মা মঙ্গলচণ্ডী’ নৌকায় করে কৈখালী থেকে কলস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়।বাড়ি ফেরার পথে বিশালক্ষী খালের ধারে হঠাৎই তারা দেখতে পান এক রয়্যাল বেঙ্গল টাইগারকে। পর্যটকরা জানান, কাছেই এক কুমিরকেও দেখা যায়, যা তাদের আনন্দ দ্বিগুণ করেছে। নৌকার মাঝি চন্দন নস্কর জানান, গত দু’দিন ধরেই সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে বাঘের উপস্থিতি নজরে আসছে।বাঘের এমন বারবার দর্শনে আতঙ্ক কিছুটা থাকলেও, সুন্দরবনের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বেড়েছে। শীতের মরশুমে পর্যটনের প্রধান ভরসা বাঘ দেখা— আর সেই আশা পূরণ হওয়ায় পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী। এক পর্যটকের কথায়, “এই শীতে সুন্দরবনে এসে বাঘ আর কুমির দুটোই দেখতে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande