দক্ষিণ আফ্রিকার জি–২০ সম্মেলন বর্জনে আমেরিকা , শ্বেতাঙ্গ কৃষক ইস্যুতে ক্ষোভ ট্রাম্পের
ওয়াশিংটন, ৮ নভেম্বর (হি.স.) : দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে জি–২০ সম্মেলন বর্জনের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে শনিবার ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ল
দক্ষিণ আফ্রিকার জি–২০ সম্মেলন বর্জন যুক্তরাষ্ট্রের, শ্বেতাঙ্গ কৃষক ইস্যুতে ক্ষোভ ট্রাম্পের


ওয়াশিংটন, ৮ নভেম্বর (হি.স.) : দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে জি–২০ সম্মেলন বর্জনের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে শনিবার ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, যে দেশে সংখ্যালঘুদের জমি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়, সেখানে জি–২০ করা লজ্জাজনক।

যদিও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ট্রাম্পের দাবি “সম্পূর্ণ মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, ভূমি সংস্কার কর্মসূচি ঐতিহাসিক বৈষম্য দূর করার উদ্যোগ মাত্র।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক আরও শীতল হবে। ট্রাম্প প্রশাসন আগে থেকেই দক্ষিণ আফ্রিকার ভূমি আইন ও জি–২০–এর নীতি নিয়ে অসন্তুষ্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande