
কলকাতা, ৮ নভেম্বর ( হি. স.):- উত্তর-পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে শীতল হাওয়া। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় স্বাভাবিক বা তার নিচে নেমে এসেছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।শ্রীনিকেতনে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৬ ডিগ্রি, পুরুলিয়ায় ১৭ ডিগ্রি এবং মালদায় ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালে হালকা কুয়াশা দেখা দিচ্ছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি থাকবে বলে পূর্বাভাস।দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। উপকূল ও সংলগ্ন এলাকায় ভোরবেলায় হালকা কুয়াশা পড়ছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নামতে পারে ১৫ বা ১৬ ডিগ্রি সেলসিয়াসে। শীতের আগমন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নভেম্বরের শুরুতেই।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়