মহিলা অনূর্ধ্ব - ১৯, টি ২০ ট্রফিতে বাংলা দল সেমিফাইনালে
কলকাতা ৮ নভেম্বর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯,টি ২০ ট্রফিতে বাংলা সেমিফাইনালে পৌঁছেছে। আদিত্য ক্রিকেট আকাদেমিতে মহারাষ্ট্রের কাছে শনিবার খেলাতে জয় তুলে নিয়েছে। ৬৩ রানে বাংলা অনায়াসেই রান তুলেছে। এর সুবাদেই কোয়ালিফাই বাংলা করেছে। নির্ধারিত ২০ ও
মহিলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলা দল সেমিফাইনালে পৌঁছেছে


কলকাতা ৮ নভেম্বর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯,টি ২০ ট্রফিতে বাংলা সেমিফাইনালে পৌঁছেছে। আদিত্য ক্রিকেট আকাদেমিতে মহারাষ্ট্রের কাছে শনিবার খেলাতে জয় তুলে নিয়েছে। ৬৩ রানে বাংলা অনায়াসেই রান তুলেছে। এর সুবাদেই কোয়ালিফাই বাংলা করেছে। নির্ধারিত ২০ ওভারের খেলায় বাংলা দলের সংগ্রহ - ৬/১৫৬ রান। ব্যাটিংয়ে বাংলার জাহ্নবী রাজ পাসোয়ান - ৩৮ বলে ৫৩ রান এবং প্রতিভা মান্ডি ২৯ বলে ৩০ রান করেছে। বিপক্ষের দুই বোলার বৈষ্ণবী মহালস্কর - ১৫ রানে তিনটি ও ঈশ্বরী আওসারে - ৩৪ রানে একজোড়া উইকেট নিয়েছে। এর জবাবে মহারাষ্ট্রের দলগত স্কোর - ৯/৯৩ রান। বাংলার দুই বোলার দিয়া নন্দী ৯ রান দিয়ে ২ টি উইকেট তুলেছে। সেইসঙ্গে চন্দ্রিমা বিশ্বাস ও ১৪ রানে দুটি উইকেট নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande