
কোরবা, ৮ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের কোরবার কর্তলা রেঞ্জে এক যুবক হাতির আক্রমণে মারা গিয়েছেন। তাঁর পরিবারকে ২৫ হাজার টাকা তাত্ক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে।
জানা গেছে , বটলি গ্রামের শিব নারায়ণ কানওয়ার (৩৬) শুক্রবার গভীর রাতে তাঁর জমির ফসল রক্ষা করতে যাচ্ছিলেন। পথে একটি হাতির সঙ্গে তাঁর মুখোমুখি হয় এবং আচমকাই হাতিটি হামলা করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরিবারের তরফ থেকে বন বিভাগে জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। শনিবার বন বিভাগের তরফে জানানো হয়েছে , ক্ষতিপূরণ বাবদ মোট ৬ লক্ষ টাকা দেওয়া হবে, যার মধ্যে ২৫ হাজার টাকা পরিবারের হাতে অতিসত্বর সরাসরি প্রদান করা হয়েছে, বাকি টাকা প্রক্রিয়া শেষ হলে দেওয়া হবে।
প্রসঙ্গত , কর্তলা রেঞ্জে বিগত সপ্তাহে ৩৮টি হাতির দল এলাকার ফসল নষ্ট করছিল। ঘটনাস্থলে থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাতি বটলি গ্রামের কাছে এসে এই ঘটনা ঘটায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য