মানিক সরকারের সহধর্মিণীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ৮ নভেম্বর (হি.স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যের সঙ্গে ক
পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী


আগরতলা, ৮ নভেম্বর (হি.স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও তিনি আলোচনা করেন ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নির্দেশ দেন যেন যথাযথভাবে ও যত্নসহকারে চিকিৎসা পরিচালিত হয়।

পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি পাঞ্চালী ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও তাঁর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande