চিকিৎসকদের সমাজের কথাও ভাবতে হবে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৮ নভেম্বর (হি.স.) : চিকিৎসকদের সংগঠনগুলিকে নিজেদের দাবি–দাওয়ার পাশাপাশি সমাজের কল্যাণ নিয়েও ভাবতে হবে— এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘অ্যাসোসিয়
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ৮ নভেম্বর (হি.স.) : চিকিৎসকদের সংগঠনগুলিকে নিজেদের দাবি–দাওয়ার পাশাপাশি সমাজের কল্যাণ নিয়েও ভাবতে হবে— এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া’ (এপিআই)–এর ত্রিপুরা রাজ্য শাখার দু’দিনব্যাপী সম্মেলন ‘টপিকন–২০২৫’–এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক সহ বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। সরকার এই সংগঠনগুলির কাছ থেকে মূল্যবান মতামত গ্রহণ করে স্বাস্থ্যখাতে উন্নয়নের উদ্যোগ নিচ্ছে।” তিনি আরও বলেন, পূর্বতন সরকারের সময়ে স্বাস্থ্য দফতরে যেভাবে কাজ হত, বর্তমানে সরকার সম্পূর্ণ ভিন্নভাবে পরামর্শনির্ভর ও বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে।

ডাঃ সাহা জানান, সরকার স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক উন্নয়নের কাজ শুরু করেছে। তবে চিকিৎসকদের শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতি বা নিজেদের দাবি–দাওয়ায় সীমাবদ্ধ না থেকে সমাজের সামগ্রিক স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়েও চিন্তা করতে হবে। “স্বাস্থ্য পরিষেবা কীভাবে সমাজের প্রত্যন্ত স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে ভাবা এখন সময়ের দাবি,”— মন্তব্য মুখ্যমন্ত্রীর।

দু’দিনব্যাপী এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আগত চিকিৎসকরা অংশগ্রহণ করেছেন। চিকিৎসা বিজ্ঞানের নানা সাম্প্রতিক বিষয়, গবেষণা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande