
আগরতলা, ৮ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আধুনিক ও জনগণমুখী করে তুলতে রাজ্য সরকার সর্বতোভাবে কাজ করছে— এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব সার্জন অব ইন্ডিয়া’র ত্রিপুরা চ্যাপ্টারের বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এখন সাফল্যের সঙ্গে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে এবং খুব শীঘ্রই লিভার প্রতিস্থাপন পরিষেবাও চালু হবে। তিনি বলেন, “আমরা চাই না মানুষ চিকিৎসার জন্য রাজ্যের বাইরে ছুটে যাক। নিজেদের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হার ও মাতৃ মৃত্যুর হার কমেছে। ট্রমা সেন্টার স্থাপনসহ জেলা ও মহকুমা হাসপাতালগুলিকে আধুনিকীকরণের উদ্যোগও নেওয়া হয়েছে। টেলিমেডিসিন পরিষেবা আরও কার্যকর করতে নতুন স্টুডিও নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, “একজন দক্ষ সার্জন হতে হলে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চলতে হবে এবং নিয়মিত নিজেদের আপডেট রাখতে হবে।”
অনুষ্ঠানে দুই বিশিষ্ট চিকিৎসক ও এক মেডিকেল ছাত্রকে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, আগরতলা সরকারি মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ডাঃ অনুপ কুমার সাহা এবং কর্ণাটকের কস্তুরবা মেডিকেল কলেজের প্রফেসর (ডাঃ) শ্রীরাম ভাট প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ