কুমারঘাটে একলব্য মডেল স্কুল পরিদর্শনে মন্ত্রী বিকাশ
কুমারঘাট (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল শনিবার পরিদর্শন করেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন তিনি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পরিকা
মন্ত্রী বিকাশ দেববর্মা


কুমারঘাট (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল শনিবার পরিদর্শন করেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন তিনি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের সামগ্রিক বিকাশের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, অতিরিক্ত মোবাইল ব্যবহার পড়াশোনার মনোযোগ নষ্ট করছে। এই প্রসঙ্গে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী আহ্বান জানান, তাঁরা যেন সন্তানদের অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত রাখেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করেন।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “আমাদের লক্ষ্য একলব্য মডেল স্কুলগুলিকে এমন একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা, যেখানে শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটবে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande