মহিলাদের আত্মনির্ভর করতে উদয়পুরে স্ব-সহায়ক দলের আলোচনা সভা
উদয়পুর (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুর ব্লকের উদ্যোগে স্ব-সহায়ক দলের সদস্যাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাশগুপ্ত, পঞ্চায়েত
উদয়পুরে আলোচনা সভা


উদয়পুর (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুর ব্লকের উদ্যোগে স্ব-সহায়ক দলের সদস্যাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাশগুপ্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্না রানী দাস, ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিক ও সরকারি দফতরের প্রতিনিধিরা।

সভায় বক্তারা জানান, রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী করে তুলতে নানা প্রকল্প বাস্তবায়ন করছে। ব্যাঙ্কের মাধ্যমে ঋণ ও সরকারি সহায়তায় মায়েরা ও বোনেরা আজ নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছেন। এই লক্ষ্যে উপস্থিত ব্যাঙ্ক আধিকারিকরা অংশগ্রহণকারীদের আত্মনির্ভর হওয়ার পথ নির্দেশ করেন।

অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে সুরেন জমাতিয়াকে ২ লক্ষ টাকা, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে দর্পণ ও জন এসএইচজি গ্রুপকে ৬ লক্ষ টাকা এবং নেতাজি ও ডালিয়া এসএইচজি গ্রুপকে ৯ লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়।

দিব্যশ্রী দাশগুপ্ত জানান, সরকারি অনুদান ছাড়াও প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম -এর আওতায় ১৮ বছরোর্ধ্ব যে কোন যুবক-যুবতী আবেদন করতে পারেন। উৎপাদন ক্ষেত্রে ১০ লক্ষ টাকার বেশি এবং পরিষেবা বা ব্যবসা ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বেশি প্রকল্পের জন্য আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

এছাড়াও মৎস্য, প্রাণি সম্পদ ও শিল্প সহ বিভিন্ন দফতর উদ্যোক্তাদের সহায়তায় হাত বাড়িয়েছে। সভাস্থলে ব্যাঙ্কগুলির পক্ষ থেকে স্টল খোলা হয়, যাতে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande