
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : তেলিয়ামুড়া থানার অন্তর্গত থাপিদয়াল ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বদলির আদেশ ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শনিবার শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তেলিয়ামুড়া–ঘিলাতলি সড়কে অবরোধ গড়ে তোলেন।
জানা গেছে, বর্তমানে বিদ্যালয়ে মাত্র তিনজন শিক্ষক ৮৬ জন শিক্ষার্থীর পাঠদান সামলাচ্ছেন। এর মধ্যেই এক শিক্ষকের বদলির নির্দেশ জারি হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যত বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, এই সিদ্ধান্ত স্কুলের শিক্ষার মানে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে।
অবরোধের ফলে তেলিয়ামুড়া–ঘিলাতলি রুটে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল ব্যাহত হয়। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারে রাজি করায়।
বিক্ষোভকারীরা অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। তাঁদের বক্তব্য, আগে থেকেই শিক্ষক সংকটে ভোগা বিদ্যালয়ে বদলির পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ করা জরুরি।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন, এলাকার শিক্ষাব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ওই শিক্ষককে বহাল রাখার পাশাপাশি অতিরিক্ত শিক্ষক নিয়োগের পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ