
আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : ক্লাবগুলি সমাজে ঐক্য ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে — মন্তব্য করলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শনিবার ডুকলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ডুকলি ব্লক ভিত্তিক শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
ডুকলি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ডুকলি ব্লকের চেয়ারম্যান বুলন সাহা, ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানিক দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দফতরের সহকারী অধিকর্তা মনোজ দেববর্মা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মোট পাঁচটি বিভাগে ১৫টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। বিভাগগুলি ছিল — মন্ডপ সজ্জা, আলোক সজ্জা, প্রতিমা সজ্জা, ভালো থিম পূজা এবং সেরা সেরা পূজা বিভাগ। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ক্লাবগুলিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও, ডুকলি ব্লক এলাকার মৃৎশিল্পীদের সমাজে অবদান স্বীকৃতি দিতে তাঁদেরও বিশেষ সম্মাননা জানানো হয়।
বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, “আগে এই ধরনের অনুষ্ঠান হতো না, এখন হচ্ছে। সমাজ গঠনে গ্রামের ক্লাবগুলির অবদান অপরিসীম। পূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ