ফটিকরায়ে কালভার্ট নির্মাণ ঘিরে শাসক–বিরোধী তরজা
ফটিকরায় (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অধীন রাতাছড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পাকা কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে অভিযোগ–পাল্টা অভিযোগ। এলাকার উন্নয়নমূলক কাজে বাধাদানের অভিযোগ উঠে
জনগণের বিক্ষোভ


ফটিকরায় (ত্রিপুরা), ৮ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অধীন রাতাছড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পাকা কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে অভিযোগ–পাল্টা অভিযোগ। এলাকার উন্নয়নমূলক কাজে বাধাদানের অভিযোগ উঠেছে এলাকার প্রাক্তন বিধায়ক তথা সিপিআই(এম) নেত্রী টুনুবালা মালাকারের বিরুদ্ধে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য ও একাংশ গ্রামবাসীর অভিযোগ, আনুয়াছড়ার উপর নির্মীয়মান এই পাকা কালভার্টের কাজ শুরু হতেই বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। এলাকাবাসীর দাবি, গত ২৫ বছর ধরে ছড়া পারাপারের জন্য এলাকায় ছিল না কোন স্থায়ী সেতু। নড়বড়ে কাঠ বা লোহার জয়েসের ওপর ভর করেই বিপদসঙ্কুলভাবে চলাচল করতে হত মানুষকে। অবশেষে বহু প্রতীক্ষিত পাকা কালভার্টের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছিল, কিন্তু বিরোধীদের আপত্তিতে উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকার বাসিন্দা রিংকু শীল জানান, “বছরের পর বছর ধরে আমরা দুর্ভোগ সহ্য করেছি। এখন যখন স্থায়ী কালভার্টের কাজ শুরু হয়েছে, তখন কিছু মানুষ অযথা বাধা দিচ্ছেন।”

অন্যদিকে, সিপিআই(এম) নেত্রী টুনুবালা মালাকার অভিযোগ তুলেছেন, কালভার্ট নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং সাইট ওয়ালে ফাটল দেখা দিয়েছে। তিনি সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে সরব হন।

তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অজিত ধর। তাঁর বক্তব্য, “কালভার্টের নির্মাণ সম্পূর্ণভাবে দফতরের নিয়ম অনুযায়ী হচ্ছে। সাইড ওয়ালের যেটাকে ফাটল বলা হচ্ছে, তা আসলে মাটির চাপ সহনশীল রাখার জন্যই প্রকৌশলগতভাবে তৈরি।”

তিনি আরও জানান, পুরনো লোহার জয়েস বিক্রির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। ওই জয়েসগুলো অন্যত্র সংরক্ষিত রয়েছে এবং পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে এলাকার নালা-নর্দমার উপর স্থাপন করা হবে।

এই ঘটনাকে ঘিরে ফটিকরায়ের পূর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শাসক পক্ষের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে বিরোধী দল বলছে, দুর্নীতি ও নিম্নমানের কাজের প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ফলত, একটি সাধারণ কালভার্ট নির্মাণ নিয়ে এখন সরগরম ফটিকরায়ের রাজনীতি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande