
বেঙ্গালুরু, ৯ নভেম্বর (হি.স.): সমগ্র হিন্দু সমাজকে সংগঠিত করাই প্রধান লক্ষ্য, জোর দিয়ে বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সংঘের শতবর্ষের যাত্রা : নতুন দিগন্ত শীর্ষক দুই দিনের বক্তৃতামালায় রবিবার আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেন, আমরা সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ, সংগঠিত, গুণাবলী প্রদান করতে চাই, যাতে তারা একটি সমৃদ্ধ ও শক্তিশালী ভারত তৈরি করতে পারে যা বিশ্বকে ধর্ম জ্ঞান প্রদান করবে যাতে বিশ্ব সুখী, আনন্দময় এবং শান্তিপূর্ণ হয়।
মোহন ভাগবত বলেন, আমরা হিন্দু সমাজকে এর জন্য প্রস্তুত করছি। আমাদের একমাত্র দৃষ্টিভঙ্গি, একক দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গি পূরণ করার পরে, আমরা আর কিছু করতে চাই না। সমগ্র হিন্দু সমাজকে সংগঠিত করা, এটিই আমাদের কাজ। আমরা সেই কাজ শেষ করব এবং সংগঠিত সমাজ বাকি কাজ করবে। আমাদের লক্ষ্য, আমাদের দৃষ্টিভঙ্গি হল একটি সংগঠিত, শক্তিশালী হিন্দু সমাজ।
মোহন ভাগবত এও বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, মুসলিম, খ্রিস্টান, যেকোনও সম্প্রদায় সংঘে আসতে পারবেন, কিন্তু আপনার বিচ্ছিন্নতাকে দূরে রাখতে হবে। আপনার বিশেষত্বকে স্বাগত। যখন আপনি শাখার ভেতরে আসেন, তখন আপনি ভারত মাতার সন্তান হিসেবে আসেন, এই হিন্দু সমাজের সদস্য হিসেবে আসেন। মুসলিমরা শাখায় আসেন, খ্রিস্টানরা শাখায় আসেন, যেমন নিয়মিতভাবে হিন্দু সমাজের সকল বর্ণের মানুষও শাখায় আসেন। কিন্তু আমরা তাদের জিজ্ঞাসা করি না যে, তারা কারা। আমরা সবাই ভারত মাতার সন্তান। সংঘ এভাবেই কাজ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা