গুয়াহাটির মহাবাহু ব্রহ্মপুত্রের ওপর ভারতীয় বায়ু সেনার এয়ার শো, প্রদর্শন ১৫ ধরনের ৭৫টি বিমানের পরাক্ৰম
গুয়াহাটি, ৯ নভেম্বর (হি.স.) : গুয়াহাটির মহাবাহু ব্রহ্মপুত্রের ওপর ভারতীয় বায়ু সেনার ১৫ ধরনের ৭৫টি বিমানের পরাক্ৰমের ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছেন রাজ্যবাসী। ৯৩-তম বায়ু সেনা দিবস উপলক্ষ্যে আজ রবিবার বেলা ১২:৩০টা থেকে ০২:০০টা পর্যন্ত ব্রহ্মপুত্রের
গুয়াহাটির মহাবাহু ব্রহ্মপুত্রের ওপর ভারতীয় বায়ু সেনার ১৫ ধরনের ৭৫টি বিমানের পরাক্ৰম


ঐতিহাসিক ক্ষণের সাক্ষী রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক সহ লক্ষাধিক সাধারণ জনতা


ভারতীয় বায়ুসেনার এয়ার-ব্যান্ডের প্রদর্শন


গুয়াহাটি, ৯ নভেম্বর (হি.স.) : গুয়াহাটির মহাবাহু ব্রহ্মপুত্রের ওপর ভারতীয় বায়ু সেনার ১৫ ধরনের ৭৫টি বিমানের পরাক্ৰমের ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছেন রাজ্যবাসী।

৯৩-তম বায়ু সেনা দিবস উপলক্ষ্যে আজ রবিবার বেলা ১২:৩০টা থেকে ০২:০০টা পর্যন্ত ব্রহ্মপুত্রের লাচিতঘাটে অনুষ্ঠিত হয়েছে ‘এয়ার ফোৰ্স ডে ফ্লাইপাস্ট ২০২৫’। গুয়াহাটির নীল আকাশে মুহুর্মুহু জমা মেঘ ভেদ করে রাফেল, মিগ, সুখোই সু-৩০এমকেআই, তেজস (এলসিএ), সি-২৯৫, অ্যাপাচি হেলিকপ্টার, লাইট কম্বেট হেলিকপ্টার প্ৰচণ্ড প্ৰভৃতি ৭৫টি যুদ্ধবিমানের কলা-কৌশল প্রদর্শন করে লক্ষাধিক দৰ্শককে মোহিত করে তুলেছিলেন পাইলটরা।

অনুষ্ঠিত ফ্লাই-পাস্টে উত্তর-পূর্বাঞ্চলীয় ল্যান্ডমার্কের নামে নামকরণকৃত কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এগুলির মধ্যে অন্ততম লাচিত, কাজিরঙা, মানস, এলিফেন্ট, বরাক প্রভৃতি, যা ঐতিহ্যের সাথে আধুনিক বিমান চালনার দক্ষতার মিশ্রণ ঘটিয়েছে। তেজস (এলএসি)-কে অসমিয়া বীর সেনানি লাচিত বরফুকনের নামে ‘লাচিত’, অ্যাপাচি হেলিকপ্টারগুলিকে অসমের বন্যপ্রাণী ‘গণ্ডার’ নামে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

আজ বায়ুসেনারা প্রদর্শন করেছেন অসীম বীরত্ব এবং অদম্য সাহসিকতা। প্রতিবছরের মতো ৯৩-তম বায়ুসেনা দিবসেও দেশের আকাশসীমার পাশাপাশি দেশের সুরক্ষায় যে সকল বীর সেনা অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানানো হয়েছে।

এয়ার শো-এর মাধ্যমে অসমের প্ৰাণের শিল্পী জুবিন গাৰ্গকে শ্ৰদ্ধাঞ্জলি জানিয়েছেন ভারতীয় বায়ুসেনার এয়ার-ব্যান্ড। ব্যান্ডে প্রতিধ্বনিত হয়েছে জুবিন গাৰ্গের 'মায়াবিনী রাতির বুকুত...' শীৰ্ষক জনপ্ৰিয় গান।

বিমানের পরাক্ৰমের ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে লচিতঘাটে বিশেষ অতিথির আসনে বসেছিলেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সহ তাঁর মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং, ভারতীয় বিমান বাহিনীর অন্য কয়েকজন শীর্ষ আধিকারিক, স্কুল-কলেজের ছাত্রছাত্রীগণ, বৃদ্ধাশ্রমের বহু আবাসিক সহ লক্ষাধিক সাধারণ জনতা।

বহু মানুষ উজানবাজারে ব্রহ্মপুত্রের তীরে সতী রাধিকা উদ্যান থেকেও এয়ার শো উপভোগ করেছেন। এছাড়া অশ্বক্লান্ত মন্দির প্ৰাঙ্গণ থেকে বহু অতিথি বিমানবাহিনীর পরাক্রম দেখেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande