
পাটনা, ৯ নভেম্বর (হি.স.): মহাজোটের নেতাদের কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র প্রধান চিরাগ পাসোয়ান। তাঁর কথায়, নির্বাচন আসলেই মিথ্যে গল্প তৈরি করা হয়। রবিবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ বলেন, এই লোকজন এসআইআর-এর মতো বিষয়গুলি দেখছে, যেখানে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। এই লোকজন সর্বদা বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটি বিরোধীদের কৌশলের অংশ হয়ে উঠেছে।
চিরাগ আরও বলেন, নির্বাচন এলে একটি মিথ্যা গল্প তৈরি করা হয়। এমনকি লোকসভার সময়ও, এই লোকজন বলেছিল যে সংরক্ষণ বাতিল করা হবে। এখন এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে - কার সংরক্ষণ কেড়ে নেওয়া হয়েছে? এবার, তারা এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা