পাকিস্তান শান্তি ভঙ্গ করলে কখনই সফল হবে না : মোহন ভাগবত
বেঙ্গালুরু, ৯ নভেম্বর (হি.স.): পাকিস্তান শান্তি ভঙ্গ করলে কখনই সফল হবে না। জানিয়ে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ভারতের ক্ষতি করে কিছুটা তৃপ্তি পায়, ততক্ষণ তারা তা করেই যাবে। তা
মোহন ভাগবত


বেঙ্গালুরু, ৯ নভেম্বর (হি.স.): পাকিস্তান শান্তি ভঙ্গ করলে কখনই সফল হবে না। জানিয়ে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ভারতের ক্ষতি করে কিছুটা তৃপ্তি পায়, ততক্ষণ তারা তা করেই যাবে। তাই, পাকিস্তানের সঙ্গে শান্তির পথ হলো আমরা আমাদের পক্ষ থেকে শান্তি ভঙ্গ না করি, কিন্তু পাকিস্তান যদি সেই শান্তি ভঙ্গ করতে চায়, তাহলে তারা কখনই সফল হবে না। যত বেশি চেষ্টা করবে, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ১৯৭১ সালে পাকিস্তান আক্রমণ করে এবং ভারতের কাছে ৯০,০০০ সৈন্য হারায়। যদি বারবার এমনটা ঘটে, তাহলে একদিন পাকিস্তান শিক্ষা পাবে যে প্রতিযোগিতা করার চেয়ে অথবা যুদ্ধ করার চেয়ে সহযোগিতা করা ভালো।

আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, আমার মনে হয় না তারা (পাকিস্তান) অন্য কোনও ভাষা বোঝে। আমাদের পাকিস্তানকে বোঝানো উচিত। তাই আমাদের তাদের বোঝার ভাষা বলতে হবে। আমাদের উপযুক্ত জবাব দিতে হবে, সর্বদা তাদের পরাজিত করতে হবে, প্রতিবার তাদের এমন কিছু ক্ষতি করতে হবে যার জন্য তারা অনুতপ্ত হবে। যখন এমনটা চলতে থাকবে, একদিন পাকিস্তান বুঝতে পারবে। আমরা চাই তারা এটি বুঝতে পারুক এবং তারপর তারা আমাদের খুব শান্তিপূর্ণ প্রতিবেশী হয়ে উঠুক। আমাদের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা তাদেরও উন্নতি করতে পারব। এটাই আমাদের শান্তিপূর্ণ উদ্দেশ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande