সামাজিক সম্প্রীতি আনার পাশাপাশি সমাজে বিভেদের অবসান ঘটাবে আরএসএস : মোহন ভাগবত
বেঙ্গালুরু, ৯ নভেম্বর (হি.স.): সামাজিক সম্প্রীতি নিয়ে আসার পাশাপাশি সমাজে বিভেদের অবসান ঘটাবে আরএসএস। জোর দিয়ে বললেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন, সমাজে বিভেদ দূর করার জন্য আরএসএস সংলাপ শুরু করবে। বেঙ্গালুরুতে “সংঘের যাত্রার শতবর্ষ –
মোহন ভাগবত


বেঙ্গালুরু, ৯ নভেম্বর (হি.স.): সামাজিক সম্প্রীতি নিয়ে আসার পাশাপাশি সমাজে বিভেদের অবসান ঘটাবে আরএসএস। জোর দিয়ে বললেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন, সমাজে বিভেদ দূর করার জন্য আরএসএস সংলাপ শুরু করবে। বেঙ্গালুরুতে “সংঘের যাত্রার শতবর্ষ – নতুন দিগন্ত” শীর্ষক এক বক্তৃতামালায় যোগ দিয়ে মোহন ভাগবত বলেন, আরএসএস সামাজিক বিভেদ দূর করে সামাজিক সম্প্রীতির জন্য কাজ করবে।

তিনি উল্লেখ করেন, ১৮৫৭ সালে সংগ্রামের সময়, হিন্দু এবং মুসলিম উভয়ই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হয়েছিল। ভাগবত বলেন, ব্রিটিশরা এই ঐক্যকে তাদের কর্তৃত্বের জন্য ঝুঁকি হিসেবে মনে করেছিল এবং ইচ্ছাকৃতভাবে ভারতীয় সমাজে বিভেদ আরও বিস্তৃত করার চেষ্টা করেছিল। তিনি আরও বলেন, আরএসএস এই বিভেদ মোকাবিলা এবং হ্রাস করার জন্য একটি প্রচার কর্মসূচি চালু করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande