দু'দিনের সফরে মঙ্গলবার ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার দু''দিনের সফরে ভুটান যাচ্ছেন। এই সফরকালে মোদী এবং ভুটানের রাজা জিগমে ওয়াংচুক যৌথভাবে এক হাজার ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাৎসাংচু-র দ্বিতীয় পর্যায়ের
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার দু'দিনের সফরে ভুটান যাচ্ছেন। এই সফরকালে মোদী এবং ভুটানের রাজা জিগমে ওয়াংচুক যৌথভাবে এক হাজার ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাৎসাংচু-র দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটির রূপায়ণ করেছে।

প্রধানমন্ত্রী ভুটানের চতুর্থ রাজা জিগমে ওয়াংচুকের ৭০-তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দেখা করবেন। থিম্পুর তাশিছোডজং-এ বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে অংশগ্রহণ করবেন এবং পবিত্র স্থানগুলিতে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande