
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবভূমি উত্তরাখণ্ডের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, উত্তরাখণ্ড প্রতিষ্ঠার ২৫-তম বার্ষিকীতে, রাজ্যের সমস্ত ভাই ও বোনদের আমার শুভেচ্ছা।
প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় আরও জানান, প্রকৃতির কোলে অবস্থিত, আমাদের এই পবিত্র ভূমি এখন পর্যটন সহ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত করছে। এই বিশেষ মুহূর্তে আমি রাজ্যের নম্র, পরিশ্রমী এবং ঈশ্বরভক্ত মানুষের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য কামনা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা