
ওয়াশিংটন, ৯ নভেম্বর (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ওয়াশিংটন কম্যান্ডার্স স্টেডিয়াম তাঁর নামে নামকরণের ইচ্ছা প্রকাশ করেছেন। রবিবার ডেট্রয়েট লায়ন্সের বিপক্ষে ম্যাচে তিনি উপস্থিত থাকবেন এবং প্রাক্তন সেনা সদস্যদের সম্মান জানাবেন।
হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও হোয়াইট হাউসের এক মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, স্টেডিয়ামের নামকরণ ট্রাম্পের নামে হলে এটি “উপযুক্ত স্বীকৃতি” দেওয়া হবে তাঁকে। কারণ স্টেডিয়ামের পুনর্নির্মাণ সম্ভব হয়েছে তাঁর জন্য।
সূত্র মারফত জানা যাচ্ছে, হোয়াইট হাউসের আধিকারিকদের সঙ্গে কম্যান্ডার্সের মালিকপক্ষের মধ্যে সাধারণ এক আলোচনা হয়েছে। নতুন স্টেডিয়ামটি প্রাক্তন আরএফকে স্টেডিয়ামের স্থানে নির্মাণ করা হচ্ছে। চূড়ান্ত নামকরণের অনুমোদন পেতে হবে স্থানীয় কাউন্সিল ও জাতীয় উদ্যান সংস্থার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য