
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): দেবভূমি উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, উত্তরাখণ্ড আমাদের দেশের গৌরবময় আধ্যাত্মিক-সাংস্কৃতিক যাত্রায় অতুলনীয় অবদান রেখেছে। রবিবার এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানিয়েছেন, রাজ্য গঠনের রজত জয়ন্তী উপলক্ষ্যে আমি উত্তরাখণ্ডের বীরত্বপূর্ণ ও ঐশ্বরিক ভূমির সকল বাসিন্দাকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উত্তরাখণ্ড আমাদের দেশের গৌরবময় আধ্যাত্মিক-সাংস্কৃতিক যাত্রায় অতুলনীয় অবদান রেখেছে। গত ২৫ বছরে, রাজ্যের পরিশ্রমী এবং নম্র মানুষ আধুনিক উন্নয়নের নতুন মাত্রা তৈরি করেছেন। আমি উত্তরাখণ্ডের সমস্ত বাসিন্দার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা